ফের নৈহাটির অবৈধ বাজি কারখানায় হানা, তারপর?

0
6

রবিবারের পরে ফের সোমবার নৈহাটির দেবক গ্রামে অভিযান চালাল জেলা প্রশাসন। সিআইডি-র বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে হানা দেয় তারা। ২টি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রচুর বাজি তৈরির সরঞ্জাম, বারুদ, কেমিক্যাল উদ্ধার করে পুলিশ। সেগুলি নিয়ে গিয়ে গঙ্গার পাশে গৌরীপুর ছাই গাদায় নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন-অভিযোগ দায়ের, চিহ্নিত দুষ্কৃতীরা, তবু জেএনইউ হামলায় গ্রেফতার শূন্য