ফের যোগীর রাজ্যে খুনের ঘটনা।একই পরিবারের ৫জন নৃশংসভাবে খুন। ধারালো অস্ত্র দিয়ে খুন। বাদ যায়নি পরিবারের দুই শিশুও। ঘটনা ঘটে সম্ভবত শনিবার রাতে।
নারকীয় এই ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সেবায়ত গ্রাম। দরজা না খোলায় সন্দেহ হয় গ্রামের মানুষের। পুলিশে খবর যায়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক শত্রুতার কারণেই এই খুনের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর চাঞ্চল্য গ্রামে। কী কারণে এই ঘটনা তা জানতে চাইছেন গ্রামের মানুষ। মানুষ প্রশাসনের উপর এতটাই বিরক্ত যে ক্ষোভের আগুন ঠেকাতে অতিরিক্ত পুলিশ নামাতে হয়েছে। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।































































































































