এবার এনআরসি-সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে পথে অধ্যাপকরা। রাজ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ ও ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশনের মিছিল, প্রতিবাদ সভা। শনিবার বিকেলে এক্সাইড মোড় থেকে হাজরা রোড পর্যন্ত হলো মিছিল। মিছিল শেষে প্রতিবাদের সুরে কেন্দ্রের বিরুদ্ধে বক্তব্য রাখেন অধ্যাপকরা। মূল সুর ছিল, দেশ বিরোধী, মানবতা বিরোধী, নাগরিক বিরোধী এন আরসি, সিএএ বা এনপিআর বাংলার মানুষ মানবেন না। প্রয়োজনে তাঁরা আবার পথে নামবেন। এই কালাকানুন কেন্দ্রীয় সরকার প্রত্যাহার না করা অবধি অধ্যাপক সমাজের প্রতিবাদ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই পথে এগিয়ে চলবে টিম WBCUBA। প্রতিবাদী সভার মুখ্য উদ্যোক্তা ছিলেন রাজ্য মেম্বারশিপ এনরোলমেন্ট সেল-এর (WBCUPA) চেয়ারম্যান অধ্যাপক মনি শংকর মন্ডল।