রাজস্থানে কোটার পর এবার গুজরাট। শিশুমৃত্যু নিয়ে কংগ্রেস সরকারকে সমালোচনা করছিল বিজেপি। কোটার হাসপাতালে ৩৫দিনে ১০৫শিশুর মৃত্যু হয়েছে। আর গুজরাটের দুই সরকারি হাসপাতালে ডিসেম্বরেই মৃত্যু হয়েছে ১৭৯শিশুর। সরকারি পরিসংখ্যান বলছে রাজকোটের এক সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১১১জন শিশুর। আর জামনগরের হাসপাতালে শুধু ডিসেম্বরে মৃত্যু হয়েছে ৬৮জনের। এই হাসপাতালে নভেম্বরে মৃত্যু হয়েছিল ৭১জনের। ফলে রাজস্থান নিয়ে আক্রমণ করতে গিয়ে এখন বিজেপির প্রধানমন্ত্রী রাজ্য নিয়ে লেজে গোবরে অবস্থা। গুজরাটের হাসপাতালে চিকিৎসকরা বলছেন শিশুমৃত্যুর কারণ ওজন কম এবং সেপসিস। গতবছর জামনগরের সরকারি হাসপাতালগুলোতে মৃত্যু হয়েছিল ৬৩৯শিশুর। এবছরেও যে প্রধানমন্ত্রীর রাজ্যের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি, ঘটনা প্রমাণ করে দিয়ে গেল। জামনগর হাসপাতালের সুপার বলছেন, হাসপাতালে প্রতি মাসে গড়ে ৬০-৭৯শিশুর মৃত্যু হয়। আর গুজরাটের ছোটা উদয়পুর জেলায় গত মাসে মৃত্যু হয়েছে ৬১৪ শিশুর। এলাকার মানুষের অভিযোগ, হাসপাতালগুলিতে শিশুরোগ বিশেষজ্ঞই নেই। গোটা জেলার সরকারি হাসপাতাল চিকিৎসক মাত্র ২৮জন। একজনও শিশু বিশেষজ্ঞ নেই। প্রধানমন্ত্রীর রাজ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে ভারতের চিত্র কী হতে পারে তা সহজেই অনুমেয়!
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.