বেছে বেছে মারব! ট্রাম্পের হুমকিতে এবার আমেরিকাতেই পাল্টা সুর

0
2

আবার ট্রাম্পের হুমকি। এবার ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকায় হামলা চালানোর হুমকি। একটি নয়, পরপর তিনটি ট্যুইটে ট্রাম্পের ঘোষণা, ইরাক যদি আমেরিকার উপর কোনও হামলা চালায় তাহলে পাল্টা হামলা চলবে। কোথায় কোথায় হামলা চালানো হবে সেই জায়গাগুলির ছকও করা হয়ে গিয়েছে।

ইরানে হামলা চালানোর পরেও বিশ্ববাসী কি চুপ করে থাকবে? রাষ্ট্রসঙ্ঘই বা মুখে কুলুপ দিয়ে বসে রয়েছে কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্প ট্যুইট করে যে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। ইরানের মানুষ কার্যত ক্ষোভের আগুনে ফুটছে। আমেরিকার এই ‘দাদাগিরি’ মানতে চাইছেন না অনেকেই। এবার মুখ খোলার অপেক্ষা। ট্রাম্প যুদ্ধংদেহি মনোভাব দেখালেও বারাক ওবামার সময়ে দায়িত্বে থাকা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা কলিন কাল বলেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সেনাবাহিনী ৫২টি ঐতিহ্যশালী স্থানের টার্গেট লিস্ট ট্রাম্পের হাতে তুলে দেবে। কিন্তু সোলেমানির মৃত্যুর পরেও মার্কিন হামলা চলছে। সোলেমানির শেষযাত্রার সময়ে একটি কনভয়ের উপরে ফের মার্কিন হামলা হয়। এবার টার্গেট ছিল ইরানের কমব্যাট ফোর্সের প্রধান হাশাদ আল শাবি। এই হামলায় ৬জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ৫০জন। যদিও আমেরিকা এই হামলার কথা প্রকাশ্যে বলছে না। ফলে ইরান জনগণ এখন ফুঁসছে। পাল্টা প্রতিশোধের প্রস্তুতি অব্যাহত।