তৃণমূলকে কমব্যাট করতে বাড়ি বাড়ি বিজেপি

0
4

তৃণমূলের সিএএ বিরোধী প্রচারকে কমব্যাট করতে পথে নামল বিজেপি। দুপুরে বিজেপির রাজ্য দফতরে একদিকে বাবুল সুপ্রিয় যখন বলছেন রাজ্য সরকার ভুল বোঝাচ্ছেন মানুষকে। তার ফল মিলবে একুশের ভোটে, তখন
সকালে নিমতলা ঘাটস্ট্রিটের জ্ঞান ভারতী স্কুলের সামনে থেকে সিএএ-র স্বপক্ষে প্রচার-অভিযানে ছিলেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। হাতে ছিল সিএএ-র তথ্য। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সিএএ-এনআরসি নিয়ে আলোচনা করেন, বোঝান, প্রশ্নের উত্তর দেন। একইসঙ্গে লিফলেট বিলি করা হয়।

কলকাতায় রাহুল ছাড়াও হাওড়ায় প্রচার করছেন রথীন্দ্রনাথ বোস, বারাসতে কল্যাণ চৌবে, মহেশতলায় জয়প্রকাশ মজুমদার, কামারহাটিতে সুমন ব্যানার্জি, হরিনাভিতে শর্বরী মুখার্জি, বেহালার শিলপাড়ায় সব্যসাচী দত্ত।