পোস্টার-গামছা নিষিদ্ধ, কিন্তু বিরাটদের মাঠে আজ স্লোগান থামানো যাবে তো!

0
3

শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা বলছেন বুমরাই দেশের সেরা। আর বুমরা বলছেন, চার মাসের রিহ্যাব সেরে আমার অস্ত্রগুলোতে আরও শান দিয়ে এসেছি। ফলে গুয়াহাটিতে এনারসি-সিএএ বিরোধী আবহাওয়ার মাঝেই আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সন্ধে সাতটায় শুরু প্রথম টি-২০ ম্যাচে ভরা সংসার নিয়ে নামছে বিরাট বাহিনী, সঙ্গে রেকর্ড সিরিজ জয়ের ব্যাকগ্রাউন্ড।

কিন্তু আজ মাঠে কার্যত হুলিয়া দিয়েছে প্রশাসন। ৫ প্রতিবাদীর মৃত্যুর শহরের প্রতিবাদ যাতে মাঠে না ছড়িয়ে পড়ে তাই পোস্টার, অসমিয়া গামছা নিয়ে ঢোকা যাবে না। পাল্টা তরুণ ক্রিকেটপ্রেমীরা বলছেন, হোক নিষিদ্ধ। আমাদের আওয়াজ তো বন্ধ করা যাবে না! নিরাপত্তা নিয়ে নাকাল অসম প্রশাসন, স্লোগানের বিরোধিতা কী করে করবে, সে নিয়ে চিন্তায় মাথার চুল ছিঁড়ছে। বিরাট অবশ্য গতকালই এনআরসি বিষয়টি তিনি এখনও পড়েননি, তাই দায়িত্বজ্ঞানহীন কোনও মন্তব্য করব না বলে পাস কাটিয়েছেন। বিতর্ক এড়িয়ে ১৮ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান শ্রীলঙ্কার বিরুদ্ধে। শিখর ধাওয়ান খেলছেন। খেলছেন রাহুলও। নবদীপ সাইনি খেলছেন। রান আছে পিচে। এখানে ২০১৮-তে বিরাট ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৪০ রান করেছিলেন। রোহিত-রাহুল জুটি সফল হওয়ার পর শিখরের অগ্নিপরীক্ষা। আর ৩৬ বছরের মালিঙ্গা দলের দায়িত্ব পেয়েই অ্যাঞ্জেলো মাথাউজকে ফিরিয়ে এনেছেন। ফিরেছেন নিরোশন ডিকওয়েল্লা। কিন্তু অ্যাডভানটেজ ভারত।