“তাঁকে শাস্তি দিলে, জবাব দেবেন ভোটাররা”, নেতৃত্বকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

0
3

অরাজনৈতিক অনুষ্ঠানে যাওয়া সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল? এই নিয়ে নেতৃত্বের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। নিজের সপক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, এর আগে জেলা সভাপতি শিশির অধিকারীও বাম নেতৃত্বের সঙ্গে মঞ্চ ভাগ করেছেন। তাঁর বিরুদ্ধে ওঠা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উড়িয়ে দিয়ে সমরেশের মত, তাঁর আচরণে দলের উদারতা প্রকাশ পেয়েছে। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, দলে গণতান্ত্রিক পদ্ধতি বজায় থাকা উচিত। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে, তাঁর ভোটাররাই জবাব দেবেন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শিশির অধিকারী জানিয়েছেন, সমরেশ কী বলেছেন, তা নিয়ে ভাবিত নন। দলের হাইকম্যান্ডের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। শো-কজ চিঠির কী উত্তর বিধায়ক সমরেশ দাস দিয়েছেন সেকথা অবশ্য কোনও পক্ষই এখনও জানায়নি।
সমরেশ দাসের বিধানসভা কেন্দ্রকে পড়ে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রের মধ্যেই। সূত্রের খবর, ইদানীং তৃণমূল বিধায়কের বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে দলের অন্দরে বারবারই কথা উঠেছে। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি লিড পেয়েছিল এগরা থেকেই। এর থেকেই রাজনৈতিক মহলের ধারনা, গেরুয়া শিবিরের দিকে কিছুটা ঝুঁকেছেন সমরেশ। এরজেরে আগেই নেতৃত্বের নজর ছিল তাঁর উপর। এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চের ঘটনা সেটাতেই ঘৃতাহুতি দিয়েছে।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে একমঞ্চে, তৃণমূল বিধায়ককে শোকজ