সিএএ নিয়ে এ কী বললেন বিরাট!

0
3

সিএএ ও এনআরসি নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত দেশ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পথে নেমেছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ। সিএএ-র পক্ষে-বিপক্ষে মত প্রকাশ করেছেন সেলিব্রিটিরাও। তবে, এনিয়ে অদ্ভুত মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অসমে সাংবাদিক বৈঠকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে বিরাটকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই। তাই এনিয়ে তিনি কোনও মন্তব্যও করবেন না।

রবিবার, ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অসমে। সেই কারণে সেখানে রয়েছেন কোহলি। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ক্রিকেটের পাশাপাশি সিএএ নিয়ে প্রশ্ন করা হয় ভারত অধিনায়ককে। তিনি বলেন, “এই বিষয়ে কিছু না জেনে কোনও রকমের মন্তব্য করতে আমি রাজি নই। আমার এই বিষয়ে সব তথ্য জানতে হবে। তারপরেই আমি কিছু বলতে পারব।”
সিএএ ও এনআরসি-র বিরোধিতায় আগুন জ্বলেছে অসমে। পুলিশ-জনতা খন্ডযুদ্ধে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এর জেরে গুয়াহাটিতে আইএসএলের ম্যাচ বাতিলও হয়েছে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও দোলাচল ছিল। কিন্তু কড়া নিরাপত্তায় রাখা হয়েছে কোহলিদের। কিন্তু তারপরেও কোহলির এই মন্তব্য ঘিরে হতবাক নেটিজেনরা।

আরও পড়ুন-ইরানের আকাশসীমায় ভারতীয় নিষেধাজ্ঞা, আমেরিকাকে চরম হুমকি ইরানের