শিশুমৃত্যু নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীকেই তোপ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের

0
5

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধেই এবার তোপ দাগলেন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট৷

রাজস্থানের কোটার হাসপাতালে এখনও পর্যন্ত 104 জন শিশুর মৃত্যু হয়েছে৷ রাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধনা করছে বিজেপি-সহ একাধিক দল৷ এই পরিস্থিতিতে গেহলটের বিরুদ্ধে সমালোচনা করা হলো কংগ্রেসের অন্দর থেকেই৷ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট কোটায় শিশুমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে অশোক গেহলটের কড়া সমালোচনা করলেন৷ মুখ্যমন্ত্রীর নিন্দা করে উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট বলেন, ‘আগের সরকার কী করেছে, তা নিয়ে আলোচনা করা এখন উচিত নয়৷ আগের সরকারের উপর দায় চাপিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না৷ আমাদের উচিত, বর্তমানে কী ঘটছে, সে দিকে লক্ষ রাখা৷’

কংগ্রেসেরই একজন নেতা, তথা রাজস্থানের উপমুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সচিন বলেন, ‘এত শিশুর মৃত্যু হল৷ দায়িত্ব তো নিতেই হবে৷ বসুন্ধরাজি অবশ্যই ভুল কাজ করেছিলেন৷ জনতা তাঁকে হারিয়ে দিয়ে শাস্তিও দিয়েছে৷ কিন্তু এখন তো সবই আমাদের দায়িত্ব৷ আমার মনে হয়, বিষয়টিকে আরও সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত৷ 13 মাস ক্ষমতায় থাকার পরে গত সরকারের ভুল কাজের সমালোচনা করার কোনও মানে হয় না৷ এখন যখন রোজ শিশুমৃত্যু হচ্ছে, তখন গত সরকারের আমলের মৃত্যুর কথা বলা ঠিক নয়৷’
প্রসঙ্গত, রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন পাইলট৷ কংগ্রেস তাঁকে উপমুখ্যমন্ত্রী করে৷