এক জার সাপের বিষ, দাম কত? মিলল কোথায়?

0
1

কোটি টাকার বিষধর সাপের বিষ সহ ৩জনকে গ্রেফতার করল ক্রাইম মনিটরিং সেল। ঘটনাটি ঘটেছে মালদায়। ইংরেজ বাজারের স্টেশন রোড এলাকার এক বেসরকারি হোটেলে আস্তানা গড়েন রফিক আলি, মাসুদ শেখ ও আশিক মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে, ক্রাইম মনিটরিং সেল হোটেলে তল্লাশি চালিয়ে ৩জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি কাচের জার ভর্তি বিষধর সাপের বিষ। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক বাজার মূল্য কোটি টাকার বেশি। এগুলি কোথা থেকে সংগ্রহ করে কোথায় পাচার করা হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-“তাঁকে শাস্তি দিলে, জবাব দেবেন ভোটাররা”, নেতৃত্বকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের