নীলরতনের চক্ষু বিভাগ সরানো নিয়ে বিবাদ হাসপাতালেই

0
2

এনআরএস হাসপাতালে চক্ষু বিভাগের বিল্ডিং ভেঙে পড়ছে। অবিলম্বে সারাইয়ের প্রয়োজন। তাই শুক্রবারই সিদ্ধান্ত হয় চক্ষু বিভাগ মৌলালি মোড়ের স্টুডেন্টস হেলথ হোমে সরিয়ে আনা হবে। আর এই জায়গা পরিবর্তন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আর চক্ষু বিভাগের সঙ্গে শুরু হয়েছে বিবাদ।

চক্ষু বিভাগের বক্তব্য, এনআরএস হাসপাতালে চক্ষু বিভাগের জন্য জায়গা ছিল প্রায় সাড়ে ১৭হাজার বর্গফুট। আর স্টুডেন্টস হেলথ হোমে যে জায়গাটি দেওয়া হচ্ছে তা প্রায় ১১হাজার বর্গফুটের কাছাকাছি। এই ছোট জায়গায় ৬০ বেডের হাসপাতাল এবং ৭টি অপারেশন থিয়েটার তৈরি করা কার্যত মুশকিল। এই কারণে চক্ষু বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প জায়গার কথা বলেছিল। কিন্তু সে কথায় কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। তাই এবার স্বাস্থ্যকর্তা এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করতে চলেছেন এনআরএস-এর চক্ষু বিভাগের চিকিৎসকরা।

আরও পড়ুন-সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের নির্দেশ পিনকনকে