২০২০ সালের ৩১ মার্চের মধ্যেই CBI চিটফাণ্ড -সংক্রান্ত মামলার চূড়ান্ত চার্জশিট দাখিল করার কথা ভাবছে৷ এ রাজ্যের চিটফাণ্ড মামলার তদন্তে গতি আনতে CBI একদিকে যেমন তাদের প্রশাসনিক কাঠামোয় রদবদল করেছে, সূত্রের খবর, তেমনই কোন কোন অর্থলগ্নি সংস্থার মামলায় আগে চার্জশিট দেওয়া হবে, তাও স্থির করা হয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রোজভ্যালি, আইকোর, অ্যাঞ্জেল-সহ আরও কয়েকটি বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় প্রথমে চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে ৷
গত বৃহস্পতিবার CBI-র শীর্ষস্তরে বড়মাপের কিছু রদবদল হয়েছে৷ কলকাতার CBI দফতরের ইকোনমিক অফেন্স শাখায় ২’জন নতুন অফিসার পাঠানো হয়েছে৷ এই দুই নতুন অফিসার বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলার তদন্তে গতি আনার কাজ করবেন৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.