রাজ্যপালকে নিয়ে বাজেট অধিবেশনেই হেস্তনেস্ত চায় তৃণমূল

0
5

এবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে হেস্তনেস্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সংসদের আগামী বাজেট অধিবেশনে এ নিয়ে সরকারি এবং রাজনৈতিক স্তরে সর্বোচ্চ পর্যায়ে যেতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় সব সময়েই খবরের শীর্ষে। কয়েক দিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল। আশা করা গিয়েছিল রাজ্যপাল বিবৃতি থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কিন্তু ঘটনার কোনও পরিবর্তন হয়নি। প্রথমে নৈহাটির বিস্ফোরণ কাণ্ড, তারপর রাজ্যের দু’টি বিল আটকে দেওয়া নিয়ে রাজ্যপাল ফের বিতর্ক তৈরি করেছেন। সেই সঙ্গে চলছে তাঁর ট্যুইটও।

শনিবার উত্তর কলাকাতায় এনআরসি-সিএএ বিরোধী সভায় দাঁড়িয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার প্রায় ৫০বছরের রাজনৈতিক জীবনে অনেক রাজ্যপাল দেখেছি, কিন্তু এমন রাজ্যপাল দেখিনি। জানুয়ারি মাসেই শুরু হবে বাজেট অধিবেশন। রাজ্যপালের ভূমিকা নিয়ে আমরা জবাব চাইব পার্লামেন্টে। সরকারকে জবাব দিতেই হবে। রাজ্যপালের এমন কাজকর্ম নিয়ে শুধু সংসদে নয়, প্রশাসনিকভাবে এবং রাজনৈতিক দিক থেকেও আমরা এই বিষয়টির শেষ দেখতে চাই। রাজ্যপালকে নিয়ে কেন্দ্রের বক্তব্য প্রকাশ্যে জানাতে হবে। সুদীপ বলেন, একবারের সাংসদ অমিত শাহ এবং দু’বারের সাংসদ নরেন্দ্র মোদিকে আমাদের প্রশ্নের উত্তর যে দিতেই হবে, সেটা আমরা বুঝিয়ে দেবো বাজেট অধিবেশনেই।