অবৈধ বাজি কারখানা বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

0
5

নৈহাটির দেবকের বাজি কারখানায় বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াল। শুক্রবারই এলাকায় একটি বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৪জনের। উড়ে যায় বাজি কারখানার ছাদ। আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিবাদে অবিলম্বে অবৈধ বাজি কারখানা বন্ধের দাবিতে শনিবার সকাল থেকে নৈহাটি-হাবড়া রাজ্য সড়কের দেবক মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেআইনি বাজি কারখানাগুলিতে প্রায়ই দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ঘটে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও পদক্ষেপ করা হয় না বলে অভিযোগ। অবরোধের জেরে নৈহাটি-হাবড়া রাজ্য সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের হঠাতে গেলে বিক্ষোভের মুখে পড়ে নৈহাটি থানার পুলিশ।

আরও পড়ুন-দু’দশক পেরিয়ে ছোট আঙারিয়ার বাম সন্ত্রাসের স্মৃতি আজও টাটকা, শহীদদের শ্রদ্ধা মমতার