আদালতের নির্দেশে এবার লগ্নিকারীদের টাকা ফেরত দিতে হবে বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকনকে। সংস্থার সম্পত্তি বিক্রি করে এবং ব্যাঙ্কে যে টাকা আছে- তা দিয়েই এই টাকা ফেরতদের নির্দেশ দিয়েছে তমলুক আদালত। ২০ জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে। ৩৯ হাজার লগ্নিকারিকে টাকা ফেরত দেওয়া হবে। পিনকনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই প্রতারিতদের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।