অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ শিশু ও গর্ভবতী মহিলারা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বীরভূমের মহম্মদ বাজার ব্লকের মালডিহা গ্রামে। অসুস্থদের সিউড়ি সুপার স্পেশালিটি ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খিচুড়িতে টিকটিকি পড়ে যাওয়ার কারণে বিষক্রিয়া ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
মহম্মদ বাজারের ৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হন ২০জন শিশু এবং ২০জন প্রসূতি ও গর্ভবতী মহিলা। অসুস্থদের প্রথমে প্যাটেল নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মল্লিকা দাসের অভিযোগ, ছেলের জন্য বাড়িতে যে খিচুড়ি নিয়ে গিয়েছিলেন তিনি, সেই খাবারে টিকটিকির শরীরের অংশ দেখতে পান। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পূর্ণিমা বাগদি এবং সহায়িকা করুণা বাগদিদের দাবি, যথেষ্ট পরিচ্ছন্ন ভাবেই রান্না করেন তাঁরা। এদিন কীভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। অসুস্থদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহম্মদ বাজার ব্লকের বিডিও আশিস মণ্ডল।