বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদীচর ধ্বংস করে ধর্মের নামে এসব কী !

0
7

বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর চরে বিশাল আকৃতির অস্থায়ী কাঠামো নির্মাণ করে আগামী ১২ই জানুয়ারী,২০২০ হতে চলেছে অনুকূল চন্দ্রের “উৎচেতনী মহোৎসব”। এই উৎসবে দুই লক্ষাধিক শিষ্যের আগমন ঘটবে। তাদের থাকার ব্যবস্থাও ওই নদীর চরে করা হয়েছে। নদীর চর কে ইতিমধ্যেই সমতল ভূমিতে পরিণত করা হয়েছে।শুধু তাই নয়, যাতায়াতের জন্য মোরাম ও পাথর দিয়ে রাস্তা প্রস্তুত করা হয়েছে।

বিতর্ক এখানেই। এভাবে নদীর স্বাভাবিক গতিপথ কে ধ্বংস করে কোনো ধর্মীয় কর্মকান্ড করা যায় কি ? যদি না যায় তাহলে প্রশাসনের চোখের সামনে এত বড় মাপের অনৈতিক কর্মকান্ড হচ্ছে কী ভাবে? এর বিরুদ্ধে পথে নেমেছে বিজ্ঞানমঞ্চ সহ ১৬ টির বেশী সংগঠন। দাবী একটাই, এইভাবে নদীর ভূমিরূপ পরিবর্তন করে কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না। এই মর্মে ইতিমধ্যেই জমায়েত হয়েছে, মিছিল হয়েছে, সাধারণ মানুষ কে সচেতন করার প্রয়াসে এগিয়ে এসেছে অনেকগুলি সংগঠন। কিন্তু কাজ বন্ধ তো হয় নি, বরং জোরকদমে উৎসবের প্রস্তুতি চলছে। তাই গতকাল জেলা শাসকের দফতরের সামনে অবস্থান কর্মসূচী গ্রহণ করা হয়। এই অবস্থান কর্মসূচী তে প্রায় ২০ টি সংগঠন অংশ গ্রহন করে। অনেক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে অংশ নেন। পরে জেলাশাসক সংগঠন গুলির নেতৃবর্গের সঙ্গে আলোচনায় বসেন। তিনি এই বিষয়ে আইনি সাহায্য নিতে বলেন। ইতিমধ্যে যদিও সংগঠনের পক্ষ থেকে গ্রীন ট্রাইবুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার , সমবেত এই প্রতিবাদে এরকম এক প্রকৃতি-বিরুদ্ধ কর্মকান্ড কে থামিয়ে দেওয়া যায় কি না!

আরও পড়ুন-ইরানের আকাশসীমায় ভারতীয় নিষেধাজ্ঞা, আমেরিকাকে চরম হুমকি ইরানের