ইরাকে হামলার পরেই কী টুইট করলেন ট্রাম্প?

0
3

ইরাকের বাগদাদ বিমানবন্দরে সাতসকালেই বিমানহানা মার্কিন সেনাদের। আমেরিকার এই আকস্মিক এয়ারস্ট্রাইকে বিমানবন্দরেই প্রাণ হারিয়েছেন ইরানের কুদ সেনাপ্রধান কাশিম সুলেইমান ও ইরানের উচ্চপদস্থ একাধিক আধিকারিক। ঘটনার পরই ট্যুইট করে মার্কিন পতাকা পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল। অর্থাৎ ট্রাম্পের প্রত্যক্ষ সমর্থনেই এই আক্রমণ। আমেরিকা জানিয়েছে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। মার্কিন-ইরান সম্পর্কের তুমুল উত্তেজনার মাঝে আমেরিকার এয়ারস্ট্রাইক মধ্যপ্রাচ্যের উত্তাপ কয়েক গুণ বাড়াতে চলেছে। এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিমানহানার পর ব্যারেল প্রতি তেলের দামও উর্ধমুখী।