ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত: ২ বিলে মিলল না সম্মতি

0
4

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই রাজ্যের দুই বিলে সম্মতি দিলেন না রাজ্যপাল জগদীপ ধরকড়। রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তথ্য না দেওয়াতেই গণপিটুনি বিল ও এসসি-এসটি কমিশন বিল দুটিতে সম্মতি দেওয়া হয়নি।
এর আগেও এই বিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়েছে। এমনকী, বিধানসভার অধিবেশন দুদিন বন্ধও রাখা হয়। এরপরেও ফের রাজ্যের ঘাড়েই দোষ চাপাল রাজভবন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের তরফে প্রয়োজনীয় তথ্য না দেওয়াতেই বিল সম্মতি দেওয়া হয়নি। তবে, রাজ্যের পাঠানো আরও দুটি বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। এই নিয়ে ফের বিতর্ক তৈরি হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।