কড়া পদক্ষেপ রাজ্য সরকারের! ঘোষণা মতোই বেতন কাটলেন পার্শ্ব শিক্ষকদের, নেত্রী পেলেন ৩৭৬ টাকা

0
7

আগেই রাজ্যসরকারের তরফ থেকে জানানো হয়েছিল যেসব পার্শ্ব শিক্ষকরা আন্দোলনে যোগ দিয়ে দিনের পর দিন স্কুলে উপস্থিত না থেকে সেখানে ছিল তাঁদের বেতন কাটা হবে। ঘোষণামতোই কাজ হল। কাটা হল পার্শ্ব শিক্ষকদের বেতন। আন্দোলনের নেত্রী মধুমিতা বন্দ্যোপাধ্যায় পেলেন ৩৭৬ টাকা বেতন। কেউ কেউ সারা মাসেরই বেতন পাননি। আন্দুলের শিক্ষিকা বৈশাখী চট্টোপাধ্যায় আবার এ মাসে কোনও বেতনই পাননি। মঞ্চের আরেক আহ্বায়ক ভগীরথ ঘোষ ২১ দিনের বেতন পেয়েছেন। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে পার্শ্বশিক্ষকদের মধ্যে।

বর্ধমান বিদ্যার্থী ভবন হাইস্কুল (পূর্ব বর্ধমান)-এর পার্শ্বশিক্ষিকা এবং বামপন্থী একটি সংগঠনের নেত্রী মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মাত্র ৩৭৬ টাকা বেতন পেয়েছেন। সরকার যে এতটা কঠোর সিদ্ধান্ত নেবে, তা তাঁরা আন্দাজ করেননি।

আরও পড়ুন-উচ্চ মাধ্যমিক: হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার প্রতিটি রুমে ৪জন পর্যবেক্ষক