কেরলের মতো এ রাজ্যের বিধানসভাতেও CAA বাতিলের দাবিতে প্রস্তাব গ্রহণ করার দাবি তুলেছে সিপিএম-সহ ১৭টি বাম দল। বাম দলগুলির এক সভায় এই দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাম দলগুলির তরফে এই দাবি করেছেন বিমান বসু। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গত ৩১ ডিসেম্বর কেরল বিধানসভায় সর্বসম্মতভাবেই এই প্রস্তাব গৃহীত হয়েছে। বঙ্গ বিধানসভাতেও এই প্রস্তাব গ্রহণের দাবি জানিয়েছেন বিমান বসু। এদিকে, আগামী ৮ জানুয়ারি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের দাবিগুলির সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন, NPR, NRC প্রসঙ্গ যুক্ত করেছে বামেরা। আগামী ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে কলকাতায় বড় কেন্দ্রীয় মিছিল করার সিদ্ধান্তও নিয়েছে বামফ্রন্ট।





























































































































