এবার জৈবসার তৈরি করবে কলকাতা পুলিশ

0
6

এই প্রথম কলকাতা পুলিশের আবাসনে জৈবসার তৈরি করার অত্যাধুনিক মেশিন বসালো লালবাজার। শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। তিনি এদিন বোতাম টিপে অত্যাধুনিক মেশিন উদ্বোধন করেন।

এমন উদ্যোগ নিয়ে নগরপাল বলেন, “আমাদের আবাসনগুলিতেও প্রতিদিন প্রচুর বর্জ্র পদার্থ জমা হয়। যা দূষণ ছড়ায়। এই মেশিন এবার এই বর্জ্র পদার্থগুলিকে জৈবসার করে তুলবে। যা প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তে গাছ পরিচর্যায় কাজে লাগবে।

অনুজ শর্মা আরও জানান, “বডিগার্ড লাইনের শুধুমাত্র তিনটি আবাসনেই এইকাজ থেমে থাকবে না। আমরা ধীরেধীরে কলকাতা পুলিশের প্রত্যেকটা আবাসনে এমন মেশিন বসাবো।” প্রসঙ্গত কলকাতা পুলিশকে এই কাজে বিশেষ ভাবে সহায়তা করেছে রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদ।

আরও পড়ুন-ভাটপাড়া নিয়ে ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল, সোমবার শুনানি