কাকভোরে মার্কিন হানা, হত ইরানের সেনাপ্রধান, যুদ্ধের শঙ্কা

0
5

রীতিমতো যুদ্ধের দামামা বাজিয়ে শুক্রবার কাকভোরে বাগদাদ বিমানবন্দরের সামনে মার্কিন রকেট হানায় মৃত্যু হল ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির। হত আরও আট। বিমানবন্দরের প্রোটোকল অফিসারও নিহত। মার্কিন হেলিকপ্টার থেকে এই আক্রমণ করা হয়। গুলিবর্ষণও হয় অবিরাম। আমেরিকা হামলা স্বীকার করেছে। ইরাক জানাচ্ছে, ইরান থেকে কিছু সেনাকর্তার আসার কথা ছিল। তাই মোতায়েন ছিল সেনা। ইরানি অফিসাররা যখন বেরোচ্ছেন, তখনই হামলা হয়। রবিবার থেকেই উত্তেজনা চরমে। হাশদ আশ শাবির শিবিরে বিমানহামলা করে 30 জনকে হত্যার অভিযোগ ওঠে আমেরিকার বিরুদ্ধে। ফলে মার্কিন দূতাবাসের সামনে বাগদাদে বিক্ষোভও হয়। তার মধ্যেই আজ এই হামলা।