যোধপুরের জনসভায় অমিত শাহ বলেছেন,” পাকিস্তান, বাংলাদেশে সংখ্যালঘু কমছে কেন? কোথায় গেলেন এত মানুষ? মমতাদিদি জবাব দিন। বাংলায় শরণার্থীদের সসম্মানে নাগরিকত্ব দেওয়া হবে। কেন বাধা দেওয়া হচ্ছে? আসলে মমতাদিদি তাঁর ভোটব্যাঙ্ককে খুশি রাখতে। বাংলার মানুষকে বলছি, আপনারা ভয় পাবেন না।”