খড়গ্রামে গুলিবিদ্ধ ছাত্র, পুরনো শত্রুতা?

0
1

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে খড়গ্রামের রতনপুর এলাকায়। বুধবার রাতে স্থানীয় একটি ফোটোকপির দোকানে বসে ছিল ওই ছাত্র। অভিযোগ, সেই সময় আচমকাই দুষ্কৃতীরা গিয়ে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় কিশোর। স্থানীয়রা তাকে উদ্ধার করে খড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। শারীরিক পরিস্থিতির অবনতি হলে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহতের পরিবারের পক্ষ থেকে নাজমুল শেখ ও সালাম শেখের নামে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরনো শত্রুতার জের এই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।