হাওয়া অফিসের পূর্বাভাস ছিল। সেইমতো, নতুন বছরের দ্বিতীয় দিনেই হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার জেরে নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ। যার জেরে বাড়ে মহানগরের তাপমাত্রা। বৃহস্পতিবার, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বিকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি থামলেই ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।