ফের শহরে রবিনসন স্ট্রিটের ছায়া। এবার এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালা এলাকায়। আর এই ঘটনা ফের একবার উস্কে দিলো ২০১৫ সালের রবিনসন স্ট্রিটের স্মৃতি। বৃহস্পতিবার বেহালার একটি বাড়িতে গত ৫দিন ধরে এক বৃদ্ধের গলা-পচা মৃতদেহ আগলে পড়েছিলেন তাঁর ছেলে।
হঠাৎ দুর্গন্ধ বেরনোর পর পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচাগলা দেহ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ওই বৃদ্ধের এক ছেলে আছে। কিন্তু তাঁর কোনও খোঁজ আপাতত পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ছেলে মানসিক ভারসাম্যহীন।
উল্লেখ্য, এরকমই এক ঘটনায় বছর পাঁচেক আগে কলকাতার মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। মানসিক ভারসাম্যহীন পার্থ সেন তাঁর দিদির কঙ্কালে পরিণত হওয়া দেহ বাড়ির মধ্যেই লুকিয়ে রেখে দিয়েছিলেন। সেই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকে। এরপরও এরকম একাধিক ঘটনা সামনে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃতদেহ আগলে রাখার ঘটনা ঘটেছে। এবারও বৃদ্ধের ছেলে মানসিক ভারসাম্যহীন কি না, জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।





























































































































