বর্ষবরণের রাতটা আর অনন্দ করে কাটানো হল না দত্তপুকুরে তরুণীর। ভাড়া বাড়ির দরজা ভেঙে ঢুকে ৫ যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে মারধর করা হয় বাড়ির মালিককেও। চাঁদপাড়ার বাসিন্দা ওই মহিলা বারাসতের একটি শপিং মলে কাজ করেন। সেই কারণেই তিনি দত্তপুকুরের কুলবেড়িয়ায় ভাড়া থাকতেন। অভিযোগ, ৩১ ডিসেম্বর মহিলার বাড়ির দরজা ভেঙে ঢোকে ৫ যুবক। বাধা দিলে বাড়ির মালিক তরুণ দেবনাথকে মারধর করে দুষ্কৃতীরা। এরপরে ঘরে ঢুকে মহিলাকে গণধর্ষণ করা হয়।
দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযুক্তদের একজন বামুনগাছিতে সৌরভ চৌধুরী খুনে অন্যতম অভিযুক্ত তোতা। তোতা সহ এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ।
আরও পড়ুন-পিকনিক করে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ যুবকের