সরকারি অনুষ্ঠানে রাজ্যে আসছেন মোদি

0
2

১০ জানুয়ারি রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১ তারিখ পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১০ তারিখ সন্ধে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। রাতে তিনি থাকবেন রাজভবনে। ১১ তারিখ ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দিয়ে সেদিনই দিল্লি ফিরে যাবেন মোদি।

এর মাঝখানে তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি আপাতত নেই। বিজেপি সূত্রে খবর, রাজ্য নেতৃত্ব চেষ্টা করছেন এই সময়ের মধ্যে যদি প্রধানমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা যায়। এ বিষয়ে তাঁরা দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগও চালিয়ে যাচ্ছেন। তবে সূত্রের খবর এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো ইঙ্গিত মেলেনি। বৃহস্পতিবার সন্ধের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে বিজেপি সূত্রে খবর।