প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা মোদির, বাদ শুধু পাকিস্তান

0
2

 

নতুন বছরের শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে ভারতের প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের টেলিফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘প্রতিবেশীই প্রথম’ নীতির অংশ হিসাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলেন মোদি। তিনি যাঁদের সঙ্গে শুভেচ্ছাবার্তা বিনিময় করেন তার মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি, ভুটানের রাজা জিগমে ওয়াংচুক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি। তবে এই তালিকায় ব্রাত্য পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেননি মোদি। 370 ধারা বিলোপ সহ ভারত সরকারের অভ্যন্তরীণ নানা নীতির বিষয়ে লাগাতার মুখ খোলায় ইমরানের উপর প্রচণ্ড ক্ষুব্ধ দিল্লি। এর পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় পাক সেনাদের প্ররোচনা তৈরি তো আছেই। বছরের প্রথম দিনেই জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাক মদতে চালানো গোলাগুলিতে দুজন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে।

মোদির ফোনবার্তার নিরিখে এবার সবচেয়ে গুরুত্ব পেয়েছে ঢাকা। নাগরিকত্ব ইস্যুতে চলতি বিতর্কের মধ্যেই বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্য ও দ্বিপাক্ষিক বোঝাপড়া মসৃণ রাখতে সচেষ্ট দিল্লি। শেখ মুজিবের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের কথা আছে প্রধানমন্ত্রী মোদির।