‘পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিন’, বিরোধীদের কটাক্ষ মোদির

0
5

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার কর্নাটকের একটি সভায় বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, সংসদের বিরুদ্ধে স্লোগান না দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিন।কংগ্রেসের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ওরা পাকিস্তানের ভাষায় কথা বলছে। তাঁর বক্তব্য, “যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের জানা উচিত সময়ের প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত”। প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান হিন্দু, শিখ, পারসি, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টানদের মতো সেখানকার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। কিন্তু সে সবের বিরুদ্ধে কংগ্রেস কোনও আওয়াজ তুলছে না।অথচ সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেশের বিরুদ্ধেই পথে নামছে”।
তাঁর পরামর্শ, কংগ্রেসের উচিত বিগত ৭০ বছর ধরে পাকিস্তান সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন করা। সংসদের বিরুদ্ধে নয়, পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ ওঠান।নতুন আইন সারা বিশ্বের কাছে পাকিস্তানের কু-কীর্তি ফাঁস করে দেবে।