ফের বাড়ল জ্বালানি তেলের দাম

0
3
প্রতীকী ছবি

ফের বাড়ল জ্বালানি তেলের দাম। নতুন বছরের দ্বিতীয় দিনে সকাল ৬টা থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৫.২৫ টাকা এবং কলকাতায় প্রতি লিটারের দাম বেড়ে হল ৭৭.৮৭ টাকা। ইন্ডিয়ান অয়েল সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ৬৮.১০ টাকা এবং কলকাতায় প্রতি লিটারের দাম ৭০.৪৯ টাকা হয়েছে। বৃহস্পতিবার এই তেলের  দাম বাড়ার ঘটনায় রীতিমতো কপালে ভাঁজ গাড়ি মালিকদের। বর্তমানে, দেশীয় পেট্রোল এবং ডিজেলের দামগুলি প্রতিদিনের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি পর্যালোচনা করে থাকে।