ফের বিজেপিকে একহাত নিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র বলেন, “ভারতবর্ষে বিজেপি এখন নোংরা রাজনীতির খেলা খেলছে। ধর্মে-ধর্মে বিভেদ বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমি সবাইকে বলব জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একজোট হন। ভারতে থেকে পাকিস্তানের রাজনীতি বিজেপি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।”
বিরোধীদের তরফ থেকে মাঝে মধ্যেই অভিযোগ তুলে বলা হয়, ফিরহাদ হাকিম নাকি বলেছিলেন কলকাতার মেটিয়াবুরুজ এলাকা মিনি পাকিস্তান। এই প্রসঙ্গে মেয়র বলেন, “আমি নাকি এমন কথা বলেছি। কিন্তু একটাও ফুটেজ দেখাতে পারবে না কেউ যে, এ কথা আমি বলেছি। সব সময় আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এই একটি কথা নিয়ে।”
আরও পড়ুন-যাদবপুরের অধ্যাপককে “হুমকি-বার্তা” জাতীয়তাবাদী ছাত্রের






























































































































