নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আরও সঙ্ঘবদ্ধ হচ্ছে দেশের ছাত্রসমাজ৷
CAA নিয়ে জটিলতা এবং আন্দোলনের আবহেই নতুন বছরের প্রথম দিনে সংবিধান বাঁচানোর শপথ নিলো দেশের ৫০টি ছাত্র সংগঠন৷ এই সংগঠনগুলি গঠন করেছে এক
সম্মিলিত মঞ্চ, নাম, ‘ইয়ং ইন্ডিয়া’। শতাধিক শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা NRC, CAA–র বিরুদ্ধে এবার আন্দোলনে শামিল হবে এই মঞ্চের নেতৃত্বে৷। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে পড়ুয়াদের জমায়েত হয় বছরের প্রথমদিন। ছুটির দিনে আসা দর্শনার্থীরাও জমায়েতে অংশ নেন৷
ওদিকে,CAA-র বিরুদ্ধে আন্দোলনের নামে হিংসায় মদত দেওয়ার অভিযোগ ও পাল্টা অভিযোগে দিল্লি সরগরম ছিল বছরের প্রথমদিন। বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর অভিযোগ করেন, ‘”দেশবাসী জানেন CAA কোনও ধর্মের বিরোধী নয়। শান্ত শহর দিল্লিতে হিংসা, আগুন লাগানোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেস এবং আপ। রাজধানীর মানুষ বুঝতে পারছেন তাদের রাজনীতি।” তাঁর অভিযোগ, দিল্লি নির্বাচনের আগে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের মধ্যে ভীতি তৈরি করছে তারা।
বিজেপি’র এই অভিযোগের জবাবে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া বলেছেন, “দেশের মানুষ খুব ভাল করেই জানেন যে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কারা দক্ষ! বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মানুষের নজর ঘোরাতেই মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে বিজেপি।”
কংগ্রেস নেতা কীর্তি আজাদ বলেছেন, ‘”কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার এবং হিন্দু–মুসলিম ইস্যু কাজ করেছে না দেখে এখন CAA এবং NRC ইস্যু তোলা হচ্ছে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি।”































































































































