২০২০: বলিউডে কী কী সিনেমা আসছে, তালিকা দেখুন

0
2

১০/১: তানাজি। অজয় দেবগণ, কাজল।

১০/১: ছপাক। দীপিকা, বিক্রান্ত।
২৪/১: স্ট্রিট ডান্সার থ্রিডি।বরুণ, শ্রদ্ধা, প্রভু, নোরা।
২৪/১: পাঙ্গা। কঙ্গনা, রিচা।
৭/২: মালাং। অনিল কাপুর, আদিত্য, দিশা, কুণাল।
১৪/২: ইমতিয়াজের ছবি- নাম পরে ঠিক হবে। কার্তিক, সারা, রণদীপ।
২১/২: ভূত পার্ট ওয়ান। দি হন্টেড শিপ। ভিকি ভূমি। আশুতোষ।
২১/২: শুভ মঙ্গল জাদা সাবধান।আয়ুষ্মান, গজরাজ।
২৮/২: থাপ্পড়। তাপসী, পাভেল।
২০/৩: আংরেজি মিডিয়াম। ইরফান। করিনা।
২৭/৩: সূর্যবংশী। অক্ষয়, ক্যাটরিনা।
১০/৪: ৮৪. রণবীর, দীপিকা।
১৭/৪: রুহি আফজা। রাজকুমার, জাহ্নবী।
১৭/৪: গুলাবো সিতাবো। অমিতাভ, আয়ুষ্মান।
২৪/৪: চেহরে। অমিতাভ বচ্চন, ইমরান, ধৃতিমান।
২৪/৪: লুডো। অভিষেক, ফতিমা।
৮/৫: শকুন্তলা দেবী। বিদ্যা বালন, যিশু সেনগুপ্ত।
২২/৫: রাধে।সলমন, দিশা।
১৯/৬: মুম্বই সাগা। জন, ইমরান, জ্যাকি।
৩১/৭: শামসেরা। সঞ্জয় দত্ত, রণবীর।
১৫/৮: ভুজ দি প্রাইড অফ ইন্ডিয়া। অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, সোনাক্ষী।
২৮/৮: জার্সি। শাহিদ, ম্রুণাল, পঙ্কজ কাপুর।
২/১০: সর্দার উধম সিং। ভিকি কৌশল।
২/১০: তুফান। ফারহান, পরেশ রাওয়াল।
২৫/১২: লাল সিং চাড্ডা। আমির খান, করিনা।
Date not fixed: ব্রহ্মাস্ত্র। রণবীর, আলিয়া, অমিতাভ বচ্চন, নাগার্জুন।
Date not fixed: সাইনা। পরিণীতি, মানব।

এর বাইরেও কিছু ছবি আসছে। কিছু দিন বদল হতেও পারে।
তবে তালিকায় এখনও পর্যন্ত কিছু নাম নেই। শাহরুখ খান, অনুষ্কা শর্মা। দেখা যাচ্ছে না রেখা, সানি দেওলকেও।