১০ জানুয়ারি কলকাতায় মোদি, পাল্টা বিক্ষোভ?

0
12

এন আর সি বিতর্কের মধ্যেই শহরে আসছেন মোদি। ২ দিনের সফর। কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আসবেন তিনি। রাতে থাকবেন রাজভবনে। পরদিন মালদহে জনসভা করে ফিরবেন। এদিকে প্রশ্ন উঠেছে, মোদির সফরের সময় বিক্ষোভে উত্তাল হয়ে উঠবে না তো শহর? একদিকে বিজেপি উৎসাহিত। অন্যদিকে প্রতিবাদীরা সক্রিয়। প্রশাসন খবর নিচ্ছে।

আরও পড়ুন-ছাড় প্রত্যাহার: তৃণমূল বিধায়ক খুনের মামলায় চাপে মুকুল