বছর শেষে আর একটু সুখবর বাংলার মানুষের জন্য। রাষ্ট্রসঙ্ঘের সুস্বাস্থ্য উন্নয়ন প্রকল্পে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ এগিয়ে এল অনেকটা। সমীক্ষায় আমাদের রাজ্য ১৭থেকে ১৩ নম্বর স্থানে উঠে এল। সোমবার নীতি আয়োগের নতুন সমীক্ষা রিপোর্টে সেই তথ্যই উঠে এসেছে। আর একটি লক্ষ্যণীয় বিষয় হলো, সামগ্রিক মাপকাঠিতে জাতীয় স্কোর আর নীতি আয়োগের স্কোর সমান। ফলে স্বাস্থ্য ক্ষেত্রে এই ইতিবাচক পদক্ষেপ যে রাজ্যকে অনেকটাই উৎসাহিত করবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের আপাতত লক্ষ্য, এই তালিকায় প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে ঢুকে পড়া।