খোয়া গেল বিনয় মজুমদারের সাহিত্য একাডেমি পুরস্কার

0
6

খোয়া গেল বিনয় মজুমদারের সাহিত্য একাডেমি পুরস্কার। সোমবার সন্ধেয় লাইব্রেরি খুলতে গিয়ে ঘরের ছিটকানি ও আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান সদস্যরা। তবে, চোর শুধুমাত্র বিনয় মজুমদারের সাহিত্য একাডেমি পুরস্কারের ট্রফিটি নিয়েই পালিয়েছে বলে অভিযোগ।


তাঁর কবিতা সংকলন ‘হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ’র জন্য ২০০৫-এ সাহিত্য একাডেমি পুরস্কার পান বিনয় মজুমদার। ২০০৬-এর ১১ ডিসেম্বর কবির মৃত্যু পর থেকে পুরস্কারটি স্মৃতি রক্ষা কমিটির গ্রন্থাগারের আলমারিতে রাখা ছিল। ঠাকুরনগরে প্রয়াত কবির বাসভবনের পাশেই রয়েছে ওই গ্রন্থাগার। জনবহুল এলাকা থেকে তালা ভেঙে ট্রফি চুরির ঘটনায় চিন্তিত স্থানীয়রা। গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।