প্রায় পাঁচ মাস বন্দি করে রাখার পর কাশ্মীরের 5 রাজনীতিবিদকে মুক্তি দিল কেন্দ্র। শ্রীনগরের এমএলএ হোস্টেলে বন্দি থাকা এই 5 জনকে মুক্তি দেওয়া হয়েছে সোমবার। যদিও মুক্তি পাওয়া 5 জনের নাম এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি৷ তবে এই 5 জনের মধ্যে কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী নেই বলেই রাজনৈতিক মহলের ধারনা৷ কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ আর মেহবুবা মুফতিকে কবে মুক্তি দেওয়া হবে, সে ব্যাপারে প্রশাসন এখনও কিছু জানায়নি। শুধু বলেছে, আদর্শ সময়েই তাঁদের ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত 5 আগস্ট কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছিলো কেন্দ্র। বাতিল করা হয় কাশ্মীরের বিশেষ মর্যাদা আর এই রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলও করে দেওয়া হয়। 4 আগস্ট রাত থেকেই জম্মু আর কাশ্মীরের প্রথম সারির রাজনীতিকদের বন্দি করে কেন্দ্র৷ কেন্দ্রের যুক্তি ছিল, কাশ্মীরে বাসিন্দাদের উসকানি যাতে না দিতে পারেন, সে কারণেই রাজনীতিকদের বন্দি করা হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































