লাইনে বিকল মালগাড়ি, সার দিয়ে দাঁড়িয়ে ট্রেন

0
4

লাইনে বিকল মালগাড়ি। দিনের ব্যস্ত সময়ে ব্যাহত শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল। মঙ্গলবার, সকালে নৈহাটি ও হালিশহরের মধ্যে আপ লাইনে মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ যায়। দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরে নৈহাটি থেকেই আবার ডাউনে ট্রেনগুলিকে শিয়ালদহের দিকে পাঠানো হচ্ছে। দ্রুত মালগাড়ির ইঞ্জিন সারিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন-জট কাটল আনন্দলোক হাসপাতালে, স্বস্তিতে রোগীরা