নতুন বছরে গ্রাহক সুরক্ষার পাশাপাশি, তাঁদের স্বস্তিও দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গৃহঋণ এবং ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণের সুদের হার কমাচ্ছে এসএবিআই। বছরের প্রথমদিন থেকেই সুদের হার ৮.১৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৭.৯ শতাংশ। এসবিআই-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।
সূত্রের খবর, অন্যদের ক্ষেত্রে হার ৭.৯৫ শতাংশ হলেও মহিলাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭.৯ শতাংশ করা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর ৫ বার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জেরেই এসবিআই এই সিদ্ধান্ত নিতে পারল বলে মত বিশেষজ্ঞ মহলের। সুতরাং নতুন বছরেই নতুন বাড়ি, ফ্ল্যাট কেনা বা ছোট ব্যবসা শুরুর কথা ভাবতেই পারেন আমজনতা।































































































































