বাংলাতেও ভাঙচুরের জরিমানা নেবে রেল

0
2

খানিকটা উত্তরপ্রদেশের মতই। এরাজ্যেও ভাংচুরের ক্ষতিপূরণে জরিমানা আদায় করবে রেল। যারা ভাঙচুর করেছে, তাদের কাছ থেকেই জরিমানা আদায় হবে। তবে তাদের চিহ্নিত করা হবে কী করে, তা স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের সাহায্য নেওয়া হবে । কিন্তু তা মিলবে কী?