কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এনআরসি লাগু হবে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন। প্রিয়াঙ্কা বলেন সিএএ আসলে অসাংবিধানিক। শহরে কাজ করতে আসা কোনও শ্রমিককে যদি বলা হয় ১৯৭০ সালের টেলিফোন বিল দেখাতে, তাহলে সে কোথা থেকে এসব পাবে? আসলে সিএএকে সামনে রেখে এনআরসি লাগু করা বিজেপির ফন্দি। আর এটাও জানিয়ে রাখি, কংগ্রেস যে রাজ্যগুলিতে ক্ষমতায় আসে সেখানকার মুখ্যমন্ত্রীরা পরিষ্কার বলেছেন, তাঁদের রাজ্যে এনআরসি হবে না। অন্য বিরোধী দলগুলোও সেই সুরে সুর মিলিয়েছে। তাহলে এনআরসি হবে কোথায়? প্রশ্ন প্রিয়াঙ্কার।































































































































