পিকের তোপ, এনআরসি আসলে নাগরিকত্বের ডিমনিটাইজেশন

0
5

যত দিন যাচ্ছে ততই রাজনৈতিক নেতাদের ঢঙে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। নাগরিকত্ব আইন-এনআরসি নিয়ে মোদি সরকারকে বিঁধে তিনি বললেন, এনআরসি আসলে নাগরিকত্বের ডিমনিটাইজেশন। পিকে অবশ্য বর্তমানে জেডিইউ দলের সহ-সভাপতি। নাগরিকত্ব আইন নিয়ে পিকের পরামর্শ সব বিরোধী রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আসতে হবে। কংগ্রেস যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যে এই আইন বলবৎ না করার অনুরোধ করেছেন তিনি। সেই সঙ্গে অনুরোধ, সকলে রাস্তায় নেমে প্রতিবাদ করুন।

পিকের দাবি, ২০২৪ সালের লোকসভা ভোট বিজেপির পক্ষে স্বস্তিদায়ক হবে না। এনআরসি-সিএএকে ট্রাম্প কার্ড করে মোটেই ভোটে জিততে পারবে না বিজেপি। ইতিমধ্যে বিহারে পিকের দল জেডিইউ জানিয়েছে, সেখানে এনআরসি-সিএএ লাগু হবে না।