বিদেশ না গিয়ে হাসপাতালে এসে দেখুন: রাহুলকে লকেট

0
6

“ইটালিতে ছুটি না কাটিয়ে হাসপাতাল ঘুরে যান রাহুল গান্ধী “। রাজস্থানের কোটায় সাংবাদিকদের মুখোমুখি লকেট চট্টোপাধ্যায়। শিশুমৃত্যুর তদন্তে বিজেপির সংসদীয় দলের সদস্য হিসেবে গেছেন তিনি। লকেট বলেন, প্রায় একশো শিশুর মৃত্যু হয়েছে। দায়ী রাজ্যের কংগ্রেস সরকার। পুরো রিপোর্ট দেব দিল্লিকে।

আরও পড়ুন-অযোধ্যা রায় মেনে মসজিদ তৈরির জন্য জমি বাছল যোগী সরকার