বছরের শেষে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। দু’ঘণ্টার মধ্যে চার বার কম্পন হল। জানা গিয়েছে, সোমবার রাত ১০টা ৪২ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়।ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। সেই আতঙ্ক কাটার আগেই ৬ মিনিটের মধ্যেই ফের কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫।এর আট মিনিট পর তৃতীয় কম্পনটি অনুভূত হয় রাত ১০টা ৫৮ মিনিট নাগাদ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। রাত ১১টা ২০ নাগাদ শেষবার কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। পরপর চারবার কম্পন অনুভূত হলেও এখনও প্য্রন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।