মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন শিক্ষা মন্ত্রীপার্থ রাজভবন বেলা ১টা ৫মিনিট নাগাদ আসেন। এরপর রাজ্যপালের সঙ্গে প্রায় ১-৩০ঘন্টা বৈঠক করে বেরিয়ে যান। যদিও ঠিক কী বিষয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি পার্থ চট্টোপাধ্যায়।
তবে মনে করা হচ্ছে, শিক্ষা সংক্রান্ত বিষয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যপাল তথা আচার্য ও পড়ুয়াদের মধ্যে ব্যাপক সংঘাত তৈরি হয়।

অপমানিত রাজ্যপাল এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযাকে চিঠি দেন। মুখমন্ত্রী সেই চিঠির উত্তরে জানান, শিক্ষা সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করতে পারবেন শিক্ষামন্ত্রী। তারপর এদিন শিক্ষামন্ত্রীর রাজভবনে গিয়ে দেড় ঘন্টা বৈঠক, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-নতুন বছরে নতুনভাবে সাজবে সংসদ ভবন





























































































































