বর্ষশেষের দিন জীবনের দীপ নিভে গেল ব্যবসায়ী আশাদুল ইসলামের। তিরিশ বছর বয়সী আশাদুলের বাড়ি দত্তপুকুর থানার নরসিংহপুর মসজিদ পাড়া। দত্তপুকুর হাট এলাকায় একটি মেলা হচ্ছিল। সেই মেলায় একটি মনোহারি দোকানের মালিক আশাদুল সঙ্গে এক মহিলা ক্রেতার বচসা হয়। অভিযোগ, ওই মহিলাকে অশ্লীল কটুক্তি করেন আশাদুল। এতে স্থানীয় ক্লাব প্রগতি সংঘের সদস্যরা ওই আশাদুলকে মারধর করে ক্লাব ঘরে আটকে রাখে। মারধরের কারণেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। পরে তাঁকে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে দত্তপুকুর থানার পুলিশ।





























































































































