NRC-CAA বিরোধিতায় একসঙ্গে পথে নামার প্রস্তাব দিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিঠি দিলো কংগ্রেস ও সিপিএম।
এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এবং বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন আব্দুল মান্নান। একসঙ্গে পথে নেমে কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলনের প্রস্তাব দেন বিরোধী আব্দুল মান্নান এর প্রস্তাবে সায় দেন সুজন চক্রবর্তীর।
বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে একসঙ্গে পথে নেমেছিল বাম-কংগ্রেস। উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশকে বার্তা দিতে সেই যৌথ আন্দোলন হতেই পারে বলে মনে করেছে বাম-কংগ্রেস।
এদিকে, তৃণমূলের সঙ্গে পথে নেমে একসঙ্গে আন্দোলনের সায় দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। আব্দুল মান্নানের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি তিনি সোমেন মিত্রকে জানিয়েছেন এবং সোমেন মিত্র তাতে সম্মতি দিয়েছেন। অন্যদিকে, NRC ও CAA বিরোধিতা নিয়ে সর্বদল বৈঠকেরও প্রস্তাব দিয়েছেন সুজন চক্রবর্তী।
তাহলে কি এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি ইস্যুতে একসারিতে দেখা যাবে তৃণমূল-বাম এবং কংগ্রেসকে? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে!


আরও পড়ুন-বছর শেষে রাজভবনে শিক্ষামন্ত্রী, রাজ্যপালের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক!





























































































































